নওগাঁ ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর বদলগাছী থানা পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার লুঙ্গি, হাতে পলিথিনের ব্যাগ ও কিছু টাকা ছিল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বদলগাছী-মাতাজীহাট পাকা সড়কের চাকরাইল গ্রামের আল মামুন ফিড মিলের পূর্বপাশে পাকা সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বদলগাছী থানার অফিসার এসআই নিহার চন্দ্র জানান, কোন দ্রুতগামী যানের চাকায় পিষ্ট হয়ে ওই পথচারির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তার পরিচয় পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এ বিষয়ে পরিবহন ও সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

বদলগাছীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর বদলগাছী থানা পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার লুঙ্গি, হাতে পলিথিনের ব্যাগ ও কিছু টাকা ছিল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বদলগাছী-মাতাজীহাট পাকা সড়কের চাকরাইল গ্রামের আল মামুন ফিড মিলের পূর্বপাশে পাকা সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বদলগাছী থানার অফিসার এসআই নিহার চন্দ্র জানান, কোন দ্রুতগামী যানের চাকায় পিষ্ট হয়ে ওই পথচারির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তার পরিচয় পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এ বিষয়ে পরিবহন ও সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#