নওগাঁ ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে রঙ মেশানোয় আইসক্রিম কারখানা সিলগালা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর সাপাহারে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রঙ-কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওই দুই কারখানার মালিকের ২০ হাজার টাকা করে জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, উপজেলার নসিব সিনেমা হলের কাছে শম্পা সুপার আইসক্রিম ও দিঘীরহাট বাজারের চাচা-ভাতিজা আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। আইসক্রিম আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রঙ, দুধের পরিবর্তে ক্ষতিকর ক্রিম।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে রঙ মেশানোয় আইসক্রিম কারখানা সিলগালা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর সাপাহারে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রঙ-কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওই দুই কারখানার মালিকের ২০ হাজার টাকা করে জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, উপজেলার নসিব সিনেমা হলের কাছে শম্পা সুপার আইসক্রিম ও দিঘীরহাট বাজারের চাচা-ভাতিজা আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। আইসক্রিম আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রঙ, দুধের পরিবর্তে ক্ষতিকর ক্রিম।#