প্রকাশের সময় :
০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
৮৮৯
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১ সেপ্টেম্বর ২০২৩ :
নওগাঁর সাপাহারে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রঙ-কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওই দুই কারখানার মালিকের ২০ হাজার টাকা করে জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, উপজেলার নসিব সিনেমা হলের কাছে শম্পা সুপার আইসক্রিম ও দিঘীরহাট বাজারের চাচা-ভাতিজা আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। আইসক্রিম আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রঙ, দুধের পরিবর্তে ক্ষতিকর ক্রিম।#