নওগাঁর মহাদেবপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতা ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এব্যাপারে ওই প্রবাসীর স্ত্রী বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ওই গৃহবধূর স্বামী ছয় বছর থেকে বিদেশে আছেন। এই সুবাদে ফারুক হোসেন প্রায়ই তাকে উত্যক্ত করতো। বুধবার ভোরে সে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ফারুক হোসেনকে আটক করে। পরে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, একই অভিযোগে গ্রামে কয়েকবার শালিস বৈঠক করা হয়েছে। প্রতিবার ক্ষমা চেয়ে পার পেয়েছে। এবারও বিষয়টি নিয়ে গ্রামের লোকজন দিনভর শালিস করেও কোন সমাধান করতে না পারায় পুলিশে খবর দেয়া হয়।#