প্রকাশের সময় :
০১:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
৮৪৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩০ আগস্ট ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে অনৈতিক কাজের অভিযোগে গ্রামবাসী প্রবাসীর স্ত্রীসহ (৩৫) ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ফারুক উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে থানা পুুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
গ্রামবাসী অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সাথে ফারুক হোসেনের পরকীয় চলে আসছে। তাদেরকে কয়েকবার হাতে নাতে আটক করলে তারা গ্রাম্য শালিসে ক্ষমা চেয়ে পার পায়। বুধবার সকালে আবার তাকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক করা হয়। দিনভর শালিস করেও ফারুক বিয়ে করতে রাজি না হওয়ায় ৯৯৯ এ কল দেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#