নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় দোকানির ৩৭ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশ তার সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য, অবৈধ রিং ও কারেন্ট জাল আটক করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।#