মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৯ আগস্ট ২০২৩ :
নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ করার নামে তার মাথায় চুল কেটে ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়ার অভিযোগে থানা পুলিশ তিন কথিত মাতব্বরকে আটক করেছে।
আটকরা হলো উপজেলার বাঁশপাড়া গ্রামের অভিযুক্ত গ্রাম্য মাতবর বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও ধামইরহাট উপজেলার ইনসিরা গ্রামের ভবেশ পাহান (৫২)। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। মামলার আরও দুই আসামি রঞ্জনা রাণী ও শংকরি রাণী পলাতক আছে।