নওগাঁর সাপাহারে নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাওলা স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারি, বীরমুক্তিযোদ্ধা, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলি, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আম মৌসুমে যানজট নিরসনের জন্য একটি ওভার ব্রিজ নির্মাণ, সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ, পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।#