প্রকাশের সময় :
০৪:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
৮৭৬
মহাদেবপুর দর্পণ, সুমন কুমার বুলেট, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ১০ আগস্ট ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় আদিবাসীদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের নেতা দিলীপ পাহানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক ও আদিবাসীদের মুখপাত্র সুভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন পাহান প্রমুখ। শেষে আদিবাসীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ দফা দাবি বাস্তাবায়নের দাবি জানান।