নওগাঁ ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় তিন ফসলী জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৯ জুলাই ২০২৩ :

নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিকেরা। রোববার (৯ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, জমির মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

ভুক্তভোগী কৃষক আল-মামুন হক বলেন, ‘অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভূক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে।’

কৃষক আনোয়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নেই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বেলা দু’মুঠো খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরোধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’

মানববন্ধনে বক্তব্য দেন, জমির মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, জমি অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসক স্যার দেখবেন। #

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মান্দায় তিন ফসলী জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

মহাদেবপুর দর্পণ, অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৯ জুলাই ২০২৩ :

নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিকেরা। রোববার (৯ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, জমির মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

ভুক্তভোগী কৃষক আল-মামুন হক বলেন, ‘অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভূক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে।’

কৃষক আনোয়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নেই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বেলা দু’মুঠো খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরোধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’

মানববন্ধনে বক্তব্য দেন, জমির মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, জমি অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসক স্যার দেখবেন। #