প্রকাশের সময় :
০৬:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
৮৭২
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৩ জুলই ২০২৩ :
নওগাঁর পোরশায় পূনর্ভবা নদিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (৪২) নামে এক জেলে নিহত এবং তার ভাই মেহেদী হাসান রুবেল (২৩) মারাত্মক আহত হয়েছেন। অপর বজ্রপাতের ঘটনায় ফাতেমা বেগম (৪২) নামে এক গৃহবধূ মারাত্মক আহত হয়েছেন।
নিহত আব্দুল জব্বার ও আহত রুবেল উপজেলার কালাইবাড়ি পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং গৃহবধূ ফাতেমা বেগম ঘাটনগর ডালমনিপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী।
আহতরা রুবেল জানান, সোমবার (৩ জুলই) সকাল ৬টায় তারা দুই ভাই গ্রামের পাশে পূনর্ভবা নদিতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টিপাত শুরু হয় এবং প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
একই সময় ফাতেমা বেগম তার বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাত ঘটলে মারাত্মক আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।#