মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৪ জানুয়ারী ২০২০ :
শুক্রবার দুপুরে নওগাঁর পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একটি খামারের ৭ টি গরু মারা গেছে। প্রায় ৫ লাখ টাকা মূল্যের গরুগুলো মারা যাওয়ায় খামারী দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল করিম জানান, তিনি ১৫ টি গরু নিয়ে পারিবারিকভাবে একটি খামার শুরু করেছিলেন। তার চাচা ফজলুর রহমান খামারে রাখা গরুগুলোকে পানিতে ভিজিয়ে রাখা খৈল খাওয়ান। এর কিছুক্ষন পরই গরুগুলো কাঁপতে শুরু করে এবং ১০-১২ মিনিটের মধ্যে ৭ টি গরু মারা যায়।
কেউ ওই খৈল পানি মেশানো খাদ্যের মধ্যে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল বলে ধারনা করা হচ্ছে।
গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খাদ্যগুলো পরীক্ষা করার পর গরুগুলো মারা যাবার কারণ জানা যাবে। #