নওগাঁ ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যাপীঠের দু’শ গীতা দান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, সুমন কুমার বুলেট, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ২৩ জুন ২০২৩ :

নওগাঁর মহাদেবপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যাপীঠের উদ্যোগে দু’শ গীতা দান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকেলে মহাদেবপুর কলেজপাড়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে আয়োজিত সমাবেশে দু’শ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শ্রীমদ্ভগবত গীতা, খাতা, কলম, গীতা স্ট্যান্ড, মাসিক ধর্ম শাস্ত্র এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

মন্দিরের সভাপতি শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে সহ-সভাপতি তাপস কুমার ঘোষ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য অনিল চন্দ্র মন্ডল, ডা: মৌসুমী কন্ডু, শ্রী বিশ্বনাথ অধিকারী গোপাল, প্রভাশক শ্রী রতন কুমার মন্ডল, সদর ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী টগর দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব, পরেশ চন্দ্র দাস, শ্যামল দাস, প্রদীপ কুমার মন্ডল, সুমন কুমার সিং, উৎপল ঘোষ, কনক মন্ডল, বিকাশ কুমার, বাপ্পি, সুমন মন্ডল, আকাশ মহন্ত, আকাশ চক্রবর্তী, নানু দাস, সুব্রত মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গীতার আলো ঘরে ঘরে জ্বালো, এই প্রতিপাদ্য নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে গীতার আলো পৌঁছায় দেওয়া ও ছেলে মেয়েদেরকে গীতার জ্ঞান সম্পর্কে ধারনা দিয়ে যাচ্ছে সনাতন বিদ্যাপীঠের কর্মীরা।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যাপীঠের দু’শ গীতা দান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, সুমন কুমার বুলেট, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ২৩ জুন ২০২৩ :

নওগাঁর মহাদেবপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যাপীঠের উদ্যোগে দু’শ গীতা দান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকেলে মহাদেবপুর কলেজপাড়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে আয়োজিত সমাবেশে দু’শ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শ্রীমদ্ভগবত গীতা, খাতা, কলম, গীতা স্ট্যান্ড, মাসিক ধর্ম শাস্ত্র এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

মন্দিরের সভাপতি শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে সহ-সভাপতি তাপস কুমার ঘোষ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য অনিল চন্দ্র মন্ডল, ডা: মৌসুমী কন্ডু, শ্রী বিশ্বনাথ অধিকারী গোপাল, প্রভাশক শ্রী রতন কুমার মন্ডল, সদর ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী টগর দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব, পরেশ চন্দ্র দাস, শ্যামল দাস, প্রদীপ কুমার মন্ডল, সুমন কুমার সিং, উৎপল ঘোষ, কনক মন্ডল, বিকাশ কুমার, বাপ্পি, সুমন মন্ডল, আকাশ মহন্ত, আকাশ চক্রবর্তী, নানু দাস, সুব্রত মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গীতার আলো ঘরে ঘরে জ্বালো, এই প্রতিপাদ্য নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে গীতার আলো পৌঁছায় দেওয়া ও ছেলে মেয়েদেরকে গীতার জ্ঞান সম্পর্কে ধারনা দিয়ে যাচ্ছে সনাতন বিদ্যাপীঠের কর্মীরা।#