প্রকাশের সময় :
০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
৮৭৯
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৩ জুন ২০২৩ :
নওগাঁর পোরশায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিতপুুর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধা কমপ্লেক্স্নে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, আবু হেনা মোস্তফা কামাল বাদল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গুরিয়া ইউপি আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। #