প্রকাশের সময় :
১২:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
৮৯৬
মহাদেবপুর দর্পণ, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ৬ জুন ২০২৩ :
নওগাঁর মান্দায় দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মান্দা ও যায়যায়দিনের মান্দা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু’র আয়োজনে উপজেলা পরিষদ হল রুমের সামনে শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ, হিসাব রক্ষণ কর্মকর্তা জাবেদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, হিসাব রক্ষণ অফিসের অডিটর তাজ উদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলীর হিসাব সহকারি আমিনুল ইসলাম, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যায়যায়দিনের মহাদেবপুর উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী সুমন, মানবকন্ঠ প্রতিনিধি সুলতান আহমেদ লিটন প্রমুখ র্যালিতে অংশ নেন।#