প্রকাশের সময় :
১০:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
৮৯৩
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৩১ মে ২০২৩ :
নওগাঁর মান্দায় একটি ধানবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সানোয়ারা বেগম (৬৫) নামে এক অটোচার্জারের যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী মনসুর রহমান (৭০) ও মেয়ে ফুলেরা বেগমও (৩৫) আহত হয়েছেন। তারা জেলার আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের বাসিন্দা। আহত ফুলেরা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার জোতবাজার-ফতেপুর সড়কের গোয়ালমান্দা স্লুইচগেট মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মনসুর রহমান জানান, আহত মনসুর রহমান বলেন, ‘প্রসাদপুর বাজারে ডাক্তার দেখিয়ে একটি অটোচার্জারে স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক্টর আমাদের অটোচার্জারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী সানোয়ারা বেগম মারা যান।’
সাখাওয়াত হোসেন ও সাগর হোসেন নামে দুই প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয়রা ধাওয়া করে হাইস্কুল মোড়ে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেন। কিস্তু এর চালক ও সহযোগী পালিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#