নওগাঁর মহাদেবপুরে সংবাদ লেখার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন গণমাধ্যমের ২২ জন সাংবাদিক এতে অংশ নেন।
রিসোর্স পারসন হিসেবে সংবাদ লেখার নানা বিষয়ে প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত ও যায়যায়দিন প্রতিনিধি ইউসুফ আলী সুমন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালার আনুষ্ঠানিকতা। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আলী, প্রচার সম্পাদক সুজন হোসেন,
সদস্য দৈনিক যায়যায়দিনের মান্দা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, সদস্য সাইফুর রহমান সনি, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম জি, এম, মিঠন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বুলেট, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান,
শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবু হুরাইরা শিলন, দপ্তর সম্পাদক কাজী রওশন জাহান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, সোহেল রানা সোহেল, রফিকুল ইসলাম, সহযোগী সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষকরা সংবাদ লেখার আধুনিক কৌশল ব্যাখ্যা করে সকলকে হাতে কলমে তাৎক্ষণিক সংবাদ লিখে উৎসাহীত করেন।#