নওগাঁ ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২১ মে ২০২৩ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে ১৫ জন নারী-পুরুষকে আটক করেছে। শনিবার (২০ মে) দিবাগত রাতে পুলিশের টিম পৃথক এলাকা থেকে তাদের আটক করে রোববার দুপুরে নওগাঁ কোর্টে পাঠায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটকরা হলেন, উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে শ্রী বিরেন চন্দ্র (৩৫), বাগাচারা আদর্শ গ্রামের কেতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫০), তার ছেলে জামিল হোসেন (২৬), ফয়েজ উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, অপর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বৃষ্টি বেগম, শিকারপুর গ্রামের মৃত আস্রাব আলীর ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদ আলীর ছেলে অলি হোসেন, মোজাফ্ফর হোসেনের ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত ওসমান আলী মন্ডলের ছেলে মোকসেদ আলী, অর্জনী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদ আলী ও বাদশা আলী এবং মান্দা উপজেলার বেজোরা গ্রামের আতাউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২১ মে ২০২৩ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে ১৫ জন নারী-পুরুষকে আটক করেছে। শনিবার (২০ মে) দিবাগত রাতে পুলিশের টিম পৃথক এলাকা থেকে তাদের আটক করে রোববার দুপুরে নওগাঁ কোর্টে পাঠায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটকরা হলেন, উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে শ্রী বিরেন চন্দ্র (৩৫), বাগাচারা আদর্শ গ্রামের কেতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫০), তার ছেলে জামিল হোসেন (২৬), ফয়েজ উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, অপর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বৃষ্টি বেগম, শিকারপুর গ্রামের মৃত আস্রাব আলীর ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদ আলীর ছেলে অলি হোসেন, মোজাফ্ফর হোসেনের ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত ওসমান আলী মন্ডলের ছেলে মোকসেদ আলী, অর্জনী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদ আলী ও বাদশা আলী এবং মান্দা উপজেলার বেজোরা গ্রামের আতাউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।#