নওগাঁ ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২১ মে ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় রাখা পানিভর্তি বালতির পানিতে পড়ে ওয়াসিফা আকতার (২) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।

ওইগ্রামের ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, রোববার (২১ মে) দুপুরে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় বালতিতে পানি ভর্তি করে রাখেন। এসময় শিশু ওয়াসিফা সেখানে গিয়ে পানি নিয়ে খেলতে শুরু করে। এক পর্যায়ে পানির ভিতর মাথা ডুবে পা উপরে উঠে যায় তার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ওয়াসিফাকে পানিতে মাথা ডুবানো অবস্থা থেকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২১ মে ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় রাখা পানিভর্তি বালতির পানিতে পড়ে ওয়াসিফা আকতার (২) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।

ওইগ্রামের ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, রোববার (২১ মে) দুপুরে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় বালতিতে পানি ভর্তি করে রাখেন। এসময় শিশু ওয়াসিফা সেখানে গিয়ে পানি নিয়ে খেলতে শুরু করে। এক পর্যায়ে পানির ভিতর মাথা ডুবে পা উপরে উঠে যায় তার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ওয়াসিফাকে পানিতে মাথা ডুবানো অবস্থা থেকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।#