প্রকাশের সময় :
১১:৪৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
১১৪৪
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ এপ্রিল ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে নিয়ম ভেঙ্গে সেমাই তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার সেমাই কারখানার মালিকের ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জরিমানা করা কারখানাগুলো হলো, উপজেলা সদরের বুলবুল সিনেমা হল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরির মালিক ইসরাফিল হোসেনের ১৫ হাজার টাকা, পার্শ্ববর্তী দুই ভাই বিস্কুট ফ্যাক্টরির মালিক মোসাদ্দেক হোসেনের ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ার শহিদুল বেকারীর মালিক শহিদুল ইসলামের ২৫ হাজার টাকা ও ভীমপুর ইউনিয়নের চৌমাশিয়া মোড়ের সেমাই কারখানার মালিক ইনছের আলী মোল্লার ৪০ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো, পোড়া ও ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় এবং উৎপাদনের তারিখ ও মেয়াদ লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ওই চার কারখানার মালিকের জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে এই অভিযান চালানো হয়।#