প্রকাশের সময় :
০১:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
৮৭২
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ এপ্রিল ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে পুনর্বাসনের লক্ষে ভিক্ষুকদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের টেনিস চত্ত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়নের ২০ জন ভিক্ষুকের প্রত্যেকের মধ্যে ২টি করে মোট ৪০টি বেড়া বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভেড়াগুলো বিতরণ করা হয়। এই উপজেলায় মোট ৭০ জন পুনর্বাসনযোগ্য ভিক্ষুক রয়েছে। এদের মধ্যে এর আগে আরও চারজনকে পুনর্বাসিত করা হয়।#