প্রকাশের সময় :
১১:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
৪৭৭৯
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ মার্চ ২০২৩ :
নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দু’শ দুঃস্থের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে এসব ইফতারি বক্স বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।
এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শিহাব রায়হান, মাসুদ রানা, বদিউল আলম, আব্দুল মান্নান, ইউনুস আলী, বাদশা আলী, আজিজার রহমান, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, ‘পবিত্র রমজানে অনেকেই সমস্যার মধ্যে আছেন। তাদের সহযোগী হবার জন্য সকল ইউপি সদস্যের সাথে আলোচনা করে আমরা প্রতিদিন দুঃস্থ রোজাদারদের ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। রমজানের পুরো মাসজুড়ে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে দু’শর বেশি মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের ছাদে বসে খাওয়ারও ব্যবস্থা থাকবে।’ তিনি এব্যাপারে সকলের দোওয়া কামনা করেন।#