প্রকাশের সময় :
১২:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
১০০৯৯
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ মার্চ ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে পাট ও আউস ধান চাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কৃষক সমাবেশে ২০২২-‘২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফসী আউস ফসলের বীজ ও রাসায়নিক সার এবং পাট বীজ বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপসহকারি কৃষি কর্মকর্তা দেওয়ান মকিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন প্রমুখ।
সমাবেশে জানানো হয়, এবার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৭৫ জন প্রান্তিক কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে রোপণের জন্য এক কেজি করে পাটবীজ এবং তিন হাজার ছয়শ’ ৮৫ জনের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে রোপণের জন্য পাঁচ কেজি করে উফসী জাতের আউস ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এবার এই উপজেলায় ২১০ হেক্টর জমিতে পাট ও ১৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন বীজতলা তৈরি শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে আউস ধান রোপণের কাজ।#