নওগাঁ ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে আমচাষিদের মধ্যে সোনালী ব্যাংকের ঋণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৪ মার্চ ২০২৩ :

আমচাষে ব্যাপকতা সৃষ্টির লক্ষে বাংলাদেশের শস্যভান্ডার নামে খ্যাত আম চাষে বিপ্লব ঘটানো নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার আমচাষিদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক লি: সাপাহার, পোরশা ও পত্নীতলা শাখার উদ্যোগে সাপাহার শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মুহা: জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁর প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁর প্রিন্সিপাল অফিসার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা, সাপাহার শাখার প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার স্বপন হাসান, নুর আলম প্রমুখ।

অনুষ্ঠানে তিন উপজেলার ৩১ জন আমচাষির মধ্যে ৮%সুদে সহজ শর্তে ৪৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে আমচাষিদের মধ্যে সোনালী ব্যাংকের ঋণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৪ মার্চ ২০২৩ :

আমচাষে ব্যাপকতা সৃষ্টির লক্ষে বাংলাদেশের শস্যভান্ডার নামে খ্যাত আম চাষে বিপ্লব ঘটানো নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার আমচাষিদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক লি: সাপাহার, পোরশা ও পত্নীতলা শাখার উদ্যোগে সাপাহার শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মুহা: জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁর প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁর প্রিন্সিপাল অফিসার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা, সাপাহার শাখার প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার স্বপন হাসান, নুর আলম প্রমুখ।

অনুষ্ঠানে তিন উপজেলার ৩১ জন আমচাষির মধ্যে ৮%সুদে সহজ শর্তে ৪৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।#