নওগাঁ ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পাঁচ শিক্ষক দিয়ে চলছে মান্দার শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ মার্চ ২০২৩ :

নওগাঁর মান্দায় নির্মিত শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে গতবছর থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু শিক্ষক সংকটে ব্যহত হচ্ছে পাঠদান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতবছর ২০২১-‘২২ সেশনে দুই শিফটে পাঁচটি বিষয়ে ২৫০ জন আর এবছর এ পর্যন্ত ভর্তি হয়েছেন আরও ১০০ জন। তাদেরকে পাঠদানের জন্য ১৮ জন শিক্ষক থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত অধ্যক্ষসহ নিয়োগ দেয়া হয়েছে মাত্র পাঁচজন শিক্ষক। ফলে শিক্ষার্থীরা পড়েছেন বেকায়দায়। তাদের তাত্ত্বিক ক্লাস হলেও প্রাকটিক্যাল ক্লাস হচ্ছেনা তেমন। এছাড়া ১৬ জন অন্য স্টাফ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন।

২০২১ সালে ১৩২ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মান্দা উপজেলায় পাঁচ একর জায়গার ওপর দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এর ছয়তলা একাডেমিক ভবন, ২৫২ জন ছাত্রের জন্য ছয়তলা আবাসিক হোস্টেল, ১০৪ জন ছাত্রীর জন্য তিনতলা ছাত্রী হোস্টেল, দ্বিতল প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরি, স্টাফ ডরমেটরি, জুট স্পিনিং, কটন স্পিনিং, ওয়ার্কশপ কাম লাইব্রেরি, স্বয়ংসম্পন্ন অত্যাধুনিক মেশিনসহ ডাইং শেড, অত্যাধুনিক মেশিনসহ স্পিনিং শেড, কম্পিউটার ল্যাব, ফ্যাশন ডিজাইন শেড, মসজিদ প্রভৃতি একনজর দেখলেই যে কারো ভাল লাগবে। এটি নির্মাণের ফলে এলাকার দৃশ্যপট বদলে গেছে।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, টেক্সটাইলে পড়াশুনা স্বপ্নের মতো ছিল। বাড়ির কাছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নির্মিত হওয়ায় এখানে পড়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। তবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হলে পড়াশুনার মান আরও উন্নত হবে। হোস্টেলে থাকার পরিবেশটা অনেক সুন্দর। তবে রান্নার ঘর এবং খাবারের মান আরেকটু উন্নত হওয়া দরকার। উপজেলায় এমন একটা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় তাদের জন্য সুবিধা হয়েছে। বাড়িতে থেকে ও খেয়ে সন্তানরা পড়াশুনা করতে পারছে।

স্থানীয়রা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা কম। কয়েক বছরের মধ্যে হাজারের মতো হবে। তখন আশপাশে ছাত্রাবাস-ছাত্রীনিবাস, খাবারের হোটেল ও বাজারসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠবে। এতে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে এলাকার উন্নয়ন হবে। এখানকার আশেপাশের জমির দাম বেড়েছে ইতোমধ্যেই।

শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান জানান, জনবল সংকটের মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাত্ত্বিক ক্লাস হওয়ায় আপাতত কোনো সমস্যা হচ্ছে না। ব্যবহারিক ক্লাস শুরু হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। দ্রুত জনবল নিয়োগ করা হলে পাঠদান স্বাভাবিক হবে। #

আপলোডকারীর তথ্য

পাঁচ শিক্ষক দিয়ে চলছে মান্দার শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ মার্চ ২০২৩ :

নওগাঁর মান্দায় নির্মিত শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটে গতবছর থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু শিক্ষক সংকটে ব্যহত হচ্ছে পাঠদান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতবছর ২০২১-‘২২ সেশনে দুই শিফটে পাঁচটি বিষয়ে ২৫০ জন আর এবছর এ পর্যন্ত ভর্তি হয়েছেন আরও ১০০ জন। তাদেরকে পাঠদানের জন্য ১৮ জন শিক্ষক থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত অধ্যক্ষসহ নিয়োগ দেয়া হয়েছে মাত্র পাঁচজন শিক্ষক। ফলে শিক্ষার্থীরা পড়েছেন বেকায়দায়। তাদের তাত্ত্বিক ক্লাস হলেও প্রাকটিক্যাল ক্লাস হচ্ছেনা তেমন। এছাড়া ১৬ জন অন্য স্টাফ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন।

২০২১ সালে ১৩২ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মান্দা উপজেলায় পাঁচ একর জায়গার ওপর দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এর ছয়তলা একাডেমিক ভবন, ২৫২ জন ছাত্রের জন্য ছয়তলা আবাসিক হোস্টেল, ১০৪ জন ছাত্রীর জন্য তিনতলা ছাত্রী হোস্টেল, দ্বিতল প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরি, স্টাফ ডরমেটরি, জুট স্পিনিং, কটন স্পিনিং, ওয়ার্কশপ কাম লাইব্রেরি, স্বয়ংসম্পন্ন অত্যাধুনিক মেশিনসহ ডাইং শেড, অত্যাধুনিক মেশিনসহ স্পিনিং শেড, কম্পিউটার ল্যাব, ফ্যাশন ডিজাইন শেড, মসজিদ প্রভৃতি একনজর দেখলেই যে কারো ভাল লাগবে। এটি নির্মাণের ফলে এলাকার দৃশ্যপট বদলে গেছে।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, টেক্সটাইলে পড়াশুনা স্বপ্নের মতো ছিল। বাড়ির কাছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নির্মিত হওয়ায় এখানে পড়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। তবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হলে পড়াশুনার মান আরও উন্নত হবে। হোস্টেলে থাকার পরিবেশটা অনেক সুন্দর। তবে রান্নার ঘর এবং খাবারের মান আরেকটু উন্নত হওয়া দরকার। উপজেলায় এমন একটা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় তাদের জন্য সুবিধা হয়েছে। বাড়িতে থেকে ও খেয়ে সন্তানরা পড়াশুনা করতে পারছে।

স্থানীয়রা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা কম। কয়েক বছরের মধ্যে হাজারের মতো হবে। তখন আশপাশে ছাত্রাবাস-ছাত্রীনিবাস, খাবারের হোটেল ও বাজারসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠবে। এতে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে এলাকার উন্নয়ন হবে। এখানকার আশেপাশের জমির দাম বেড়েছে ইতোমধ্যেই।

শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান জানান, জনবল সংকটের মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাত্ত্বিক ক্লাস হওয়ায় আপাতত কোনো সমস্যা হচ্ছে না। ব্যবহারিক ক্লাস শুরু হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। দ্রুত জনবল নিয়োগ করা হলে পাঠদান স্বাভাবিক হবে। #