নওগাঁ ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১ মার্চ ২০২৩ : ফিতে কেটে আইটি সেন্টারের উদ্বোধন করেন চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র----ছবি : গৌতম কুমার মহন্ত

মহাদেবপুর দর্পণ, গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর (নওগাঁ), ১ মার্চ ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের একটি নতুন প্রতিষ্ঠান আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার ধনজইল এলাকায় ফিতে কেটে এর উদ্বোধন করেন চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নেন, ওই ট্রেনিং সেন্টারের পরিচালক মাসুদ রানা, ইউপি সচিব অসিত কুমার বর্মন, সাংবাদিক গৌতম কুমার মহন্ত, সাংবাদিক এস এ উজ্জল হোসেন, শিক্ষার্থী আমির হামজা, অঞ্চল কুমার, লক্ষ্মী রানী, অসিম মুন্ডা, মুক্তি হরো, মুনি হরো, হেমন্ত পাহান, মুরাদ হোসেন, আফসানা মিমি, পার্থ দেবনাথ প্রমুখ।

শেষে চার মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়। এতে ১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

মহাদেবপুর দর্পণ, গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর (নওগাঁ), ১ মার্চ ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের একটি নতুন প্রতিষ্ঠান আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার ধনজইল এলাকায় ফিতে কেটে এর উদ্বোধন করেন চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নেন, ওই ট্রেনিং সেন্টারের পরিচালক মাসুদ রানা, ইউপি সচিব অসিত কুমার বর্মন, সাংবাদিক গৌতম কুমার মহন্ত, সাংবাদিক এস এ উজ্জল হোসেন, শিক্ষার্থী আমির হামজা, অঞ্চল কুমার, লক্ষ্মী রানী, অসিম মুন্ডা, মুক্তি হরো, মুনি হরো, হেমন্ত পাহান, মুরাদ হোসেন, আফসানা মিমি, পার্থ দেবনাথ প্রমুখ।

শেষে চার মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়। এতে ১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।#