মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ :
নওগাঁর মান্দায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা দিতে ১৮টি ষ্টল স্থাপন করা হয়েছে।#