নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ মতিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত চার দোকানি মানিক হোসেন, ইমাজ উদ্দিন, মোশারফ হোসেন এবং ফিরোজ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১ টার দিকে কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়।#