
মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২৩ :
নওগাঁয় জাকের পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে পার্টির মহাসচিব শামীম হায়দায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন ডব্লিউ এতে সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম বাদলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থায়ী কমিটির মেম্বার ও ডেপুটি প্রেস সেক্রেটারি চেয়ারম্যান আব্দুল লতিফ খান যুবরাজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি প্রমুখ।
