নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ওই ইউনিয়নের ১০ জন মেম্বার। তারা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে পাঠান।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে তারা ইউনিয়ন পরিষদের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, অর্থ আত্মসাৎ, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, স্বজনপ্রীতি, দুর্নীতি, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, ভিডব্লিউবি কার্ড দেয়ার নামে হতদরিদ্র নারীদের নিকট থেকে অর্থ গ্রহণ, জন্ম-মৃত্যু নিবন্ধন, পরিচয়পত্র, নাগরিক সনদ, ভিজিএফ, টিসিবি, এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা, এডিপি অনুন্নত হাট উন্নয়ন খাত প্রভৃতি প্রকল্পের সভাপতি/আহ্বায়কের নিকট থেকে ২০ ভাগ হিসেবে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন চেয়ারম্যান। সম্মেলনে ইউপি সদস্য আবু সাইদ জালাল চঞ্চল, আম্বিয়া আক্তার, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, জামাল হোসেন, রাজু আহমেদ, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মজিবর রহমান উপস্থিত ছিলেন।
জানতে চাইলে নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিক বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তাদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে, তাও জানি না।’
উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ #