প্রকাশের সময় :
১০:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
৮৮৭
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২২ : শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুরে ক্লাব ৮৯ এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করেন নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান-----আইনুল হোসেন
Spread the love
মহাদেবপুর দর্পণ, আইনুল হোসেন, মহাদেবপুর (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২২ :
নওগাঁর মহাদেবপুরে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবিরে ১১৭ জনের চোখে প্রাথমিক চিকিৎসা ও ৩২ জনের চোখে ছানি অপারেশন করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ক্লাব ৮৯ লি: এর সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আসফ কবির চৌধুরী শত এর সৌজন্যে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী এ চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান সভাপতিত্ব করেন।
আয়োজক আসফ কবির চৌধুরী শত এতে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ডিজিটালাইজেশনের প্রধান তানজীবা রায়হান সোমা, নওগাঁ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. রবিউল আউয়াল ও চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিবিরের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন এইচ এম সালাউদ্দিন রনি।
দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়ন কনসালটেন্ট (চক্ষু) ডাক্তার মো. আশরাফুল ইসলাম বিনামূল্যে রোগী দেখেন ও অপারেশন করেন।#