নওগাঁ ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশা থেকে প্রতিবন্ধী আদিবাসী যুবক নিখোঁজ

মহাদেবপুর দর্পণ, পোরশা (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২২ : পোরশা থেকে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী আদিবাসী যুবক সুবল সিংহ----এম রইচ উদ্দিন

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর পোরশা থেকে সুবল সিংহ (৩০) নামে এক প্রতিবন্ধী আদিবাসী যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পোরশা পুরইল গ্রামের দুলাল সিংহের ছেলে।

তার পারিবারিক সূত্র জানায়, সুবল দীর্ঘদিন ধরে মানষিক প্রতিবন্ধী। তাকে বাড়ির বাইরে যেতে দেয়া হতো না। গত ১৫ ডিসেম্বর সকলের অজান্তে সুবল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে না পেয়ে এব্যাপারে পোরশা থানায় একটি সাধারণ ডাইরি এন্ট্রি করা হয়েছে।

তার গায়ের রং ফর্সা। মাথার বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে খয়েরি রঙের সুয়েটার, কালো চেক লুঙ্গি ও গলায় গামছা পেছানো ছিল।

তার সন্ধান চেয়েছেন তার ভাই মিলন। ০১৭২৪-৯৫৯৩২৬।#

আপলোডকারীর তথ্য

পোরশা থেকে প্রতিবন্ধী আদিবাসী যুবক নিখোঁজ

প্রকাশের সময় : ০৫:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৪ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর পোরশা থেকে সুবল সিংহ (৩০) নামে এক প্রতিবন্ধী আদিবাসী যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পোরশা পুরইল গ্রামের দুলাল সিংহের ছেলে।

তার পারিবারিক সূত্র জানায়, সুবল দীর্ঘদিন ধরে মানষিক প্রতিবন্ধী। তাকে বাড়ির বাইরে যেতে দেয়া হতো না। গত ১৫ ডিসেম্বর সকলের অজান্তে সুবল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে না পেয়ে এব্যাপারে পোরশা থানায় একটি সাধারণ ডাইরি এন্ট্রি করা হয়েছে।

তার গায়ের রং ফর্সা। মাথার বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে খয়েরি রঙের সুয়েটার, কালো চেক লুঙ্গি ও গলায় গামছা পেছানো ছিল।

তার সন্ধান চেয়েছেন তার ভাই মিলন। ০১৭২৪-৯৫৯৩২৬।#