প্রকাশের সময় :
০৫:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
৯৭৩
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১১ সেপ্টেম্বর ২০২২ :
মজুদদারির দায়ে নওগাঁর মহাদেবপুরে বিসিআইসি অনুমোদিত সার ডিলার অমল কুমার খৈতানের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত রাত ৮টায় উপজেলা সদরের বকের মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, থানা পুলিশ তার সঙ্গে ছিলেন।
আদালত সূত্র জানায়, অভিযান পরিচালনা কালে ওই সার ডিলারের গোডাউনে মজুদ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার উত্তোলন ও বিক্রির হিসেবের চেয়ে ২৩৭ বস্তা ডিএপি ও পটাশ সারের মজুদ বেশি আছে। এ সার কোথা থেকে এলো তার কোন সদুত্তর ডিলার দিতে পারেননি। এই অনিয়মের দায়ে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।#