প্রকাশের সময় :
০১:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
৯২৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২২ :
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামীর দেশনায়ক তারেক রহমান যেমন বলেছেন, মানুষের মুখে মুখে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নওগাঁর মহাদেবপুরে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের পশু হাসপাতাল মোড়ে আয়োজিত সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন। স্মরণকালের বৃহৎ এ সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন, আজকের এ সমাবেশ নি:স্ব বাংলাদেশকে বাঁচানোর সমাবেশ, এ সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সমাবেশ। দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার সমাবেশ। এ জনসমুদ্র প্রমাণ করে স্বৈরতন্ত্রের দিন শেষ।
সাবেক মেয়র বলেন, বাংলাদেশ আজ নি:স্ব হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ নি:স্ব হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পিতা মাতা তাদের সন্তানের মুখে অন্য তুলে দিতে পারছেন না। রাতে দু:র্ভিক্ষের পদধ্বনি নিয়ে শংকায় কাটাতে হচ্ছে।
মিজানুর রহমান মিনু বলেন, ডিজেলের কৃষক, সারের কারণে কৃষক, কীটনাশকের কারণে কৃষক তার জীবিকা হারিয়েছে, নি:স্ব হয়েছে। মনের দু:খে কষ্টে নিজের স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করছে। এই হলো বাংলাদেশের কৃষকের চিত্র। তিনি এই সরকারের পতনের জন্য আগামীর যেকোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু, জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএপির সভাপতি সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিশ্বাস বাদল, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#