আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশ সফল করতে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেলে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস, এম, হান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ^াস বাদল, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল গফুর, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ। #