নওগাঁ ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে ড্রেনের পানি রাস্তায়, এলাকাবাসীর দুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, উত্তাল মাহমুদ, আত্রাই (নওগাঁ), ৯ আগষ্ট ২০২২ :

নওগাঁর আত্রাই উপজেলা সদরে ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। বৃষ্টির পানি ছাড়াই সারা বছর দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার সাহেবগঞ্জ বাজার হতে খাজুরা যাওয়ার রাস্তায় খনজোর উত্তর পাড়া নামক স্থানে ড্রেনের পঁচা পানিতে তলিয়ে গেছে রাস্তা।

পথচারী মালেক হোসেন বলেন, ‘এই পথ দিয়ে আমি দীর্ঘদিন ধরে যাতায়াত করি। চার-পাঁচ বছর ধরে দেখি ড্রেনের পানিতে রাস্তা সারা বছর তলিয়ে থাকে।

এলাকাবাসী জানান, চার বছরে ধরে এ সমস্যা। বারবার এখানকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও মিলেনি তার কোন সমাধান। রাস্তার ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকে। দূর দিয়ে অন্য আরেক জনের বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে হয়। যাদের কোনো উপায় না থাকে তারা এই ময়লা পানি দিয়েই চলাফেরা করে থাকেন।

তারা জানান, রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনের উপর স্থানীয় প্রভাব খাটিয়ে সিঁড়ি ও স্লাপ বসিয়ে ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার কারণে এখানে এই জলাবদ্ধ সৃষ্টি হয়। এ বিষয়ে প্রভাবশালীদের কিছু বলতে গেলে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয় অনেককেই।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘এ রাস্তায় সবসময় পানি জমে থাকে। ড্রেনের পানি মাড়িয়ে আমাদের চলতে হয়। বৃষ্টির সময় কোমর পর্যন্ত পানি থাকে। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা ড্রেনের অনেক কাজ করা হয়ে থাকলেও এই এলাকার ড্রেন সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।’

ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ‘এই ড্রেনটির ব্যাপারে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেনের জন্য এখানে সারাবছর পানি জলবদ্ধ হয়ে থাকে। ড্রেনের উপর স্থানীয়দের তৈরি অবৈধ সিঁড়ি ও স্লাপ ভেঙ্গে ফেলে পানি অপসারণ করার জন্য স্থানীয়দের নোটিশ করা হয়েছে। তারা যদি নিজ উদ্যোগ ড্রেনের পানি অপসারণ করার ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ড্রেনের পানি অপসারণ করা হবে।’#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

আত্রাইয়ে ড্রেনের পানি রাস্তায়, এলাকাবাসীর দুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, উত্তাল মাহমুদ, আত্রাই (নওগাঁ), ৯ আগষ্ট ২০২২ :

নওগাঁর আত্রাই উপজেলা সদরে ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। বৃষ্টির পানি ছাড়াই সারা বছর দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার সাহেবগঞ্জ বাজার হতে খাজুরা যাওয়ার রাস্তায় খনজোর উত্তর পাড়া নামক স্থানে ড্রেনের পঁচা পানিতে তলিয়ে গেছে রাস্তা।

পথচারী মালেক হোসেন বলেন, ‘এই পথ দিয়ে আমি দীর্ঘদিন ধরে যাতায়াত করি। চার-পাঁচ বছর ধরে দেখি ড্রেনের পানিতে রাস্তা সারা বছর তলিয়ে থাকে।

এলাকাবাসী জানান, চার বছরে ধরে এ সমস্যা। বারবার এখানকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও মিলেনি তার কোন সমাধান। রাস্তার ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকে। দূর দিয়ে অন্য আরেক জনের বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে হয়। যাদের কোনো উপায় না থাকে তারা এই ময়লা পানি দিয়েই চলাফেরা করে থাকেন।

তারা জানান, রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনের উপর স্থানীয় প্রভাব খাটিয়ে সিঁড়ি ও স্লাপ বসিয়ে ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার কারণে এখানে এই জলাবদ্ধ সৃষ্টি হয়। এ বিষয়ে প্রভাবশালীদের কিছু বলতে গেলে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয় অনেককেই।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘এ রাস্তায় সবসময় পানি জমে থাকে। ড্রেনের পানি মাড়িয়ে আমাদের চলতে হয়। বৃষ্টির সময় কোমর পর্যন্ত পানি থাকে। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা ড্রেনের অনেক কাজ করা হয়ে থাকলেও এই এলাকার ড্রেন সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।’

ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ‘এই ড্রেনটির ব্যাপারে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেনের জন্য এখানে সারাবছর পানি জলবদ্ধ হয়ে থাকে। ড্রেনের উপর স্থানীয়দের তৈরি অবৈধ সিঁড়ি ও স্লাপ ভেঙ্গে ফেলে পানি অপসারণ করার জন্য স্থানীয়দের নোটিশ করা হয়েছে। তারা যদি নিজ উদ্যোগ ড্রেনের পানি অপসারণ করার ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ড্রেনের পানি অপসারণ করা হবে।’#