নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে ইসাহক সরদারকে সভাপিত, মশিউর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পারইল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ২৯ জুলাই এই কমিটি গঠন উপলক্ষে পারইল বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি), মোসারব হোসেন, সদস্য প্রভাষক একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন প্রমুখ।#