মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২৮ ডিসেম্বর ২০১৯ :
নওগাঁর সাপাহারে এক বোবা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বোবা ব্যক্তিটি সাপাহার থানার হেফাজতে আছে।
খাতা-কলম সামনে দিলে রুবেল এবং তৈয়ব নামটি লিখতে পারছে বোবা ব্যক্তিটি। তার কাছে একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে।
গত বুধবার রাতে উপজেলার আইহাই গ্রামে বোবা ব্যক্তিটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ) উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে বোবা ব্যক্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গত ২ দিন থেকে তার দেখাশুনা, খাওয়া-দাওয়া থেকে সব দায়িত্ব সাপাহার থানা পুলিশ পালন করছেন। খাতা কলমে লেখা দেখে বুঝা যাচ্ছে সম্ভাব্য তার বাড়ী রংপুর জেলায়।
যদি কেউ ব্যক্তিটিকে চিনতে পারেন তাহলে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসির সরকারি ০১৭১৩-৩৭৩৮৪৫ এই নাম্বারে যোগাযোগ করুন।