নওগাঁ ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে অজ্ঞাত এক বোবা ব্যক্তি উদ্ধার

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২৮ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর সাপাহারে এক বোবা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।  বর্তমানে বোবা ব্যক্তিটি সাপাহার থানার হেফাজতে আছে।

খাতা-কলম সামনে দিলে রুবেল এবং তৈয়ব নামটি লিখতে পারছে বোবা ব্যক্তিটি। তার কাছে একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে।

গত বুধবার রাতে উপজেলার আইহাই গ্রামে বোবা ব্যক্তিটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ) উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে সেখান থেকে বোবা ব্যক্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গত ২ দিন থেকে তার দেখাশুনা, খাওয়া-দাওয়া থেকে সব দায়িত্ব সাপাহার থানা পুলিশ পালন করছেন। খাতা কলমে লেখা দেখে বুঝা যাচ্ছে সম্ভাব্য তার বাড়ী রংপুর জেলায়।

যদি কেউ ব্যক্তিটিকে চিনতে পারেন তাহলে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসির সরকারি ০১৭১৩-৩৭৩৮৪৫ এই নাম্বারে যোগাযোগ করুন।

আপলোডকারীর তথ্য

সাপাহারে অজ্ঞাত এক বোবা ব্যক্তি উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২৮ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর সাপাহারে এক বোবা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।  বর্তমানে বোবা ব্যক্তিটি সাপাহার থানার হেফাজতে আছে।

খাতা-কলম সামনে দিলে রুবেল এবং তৈয়ব নামটি লিখতে পারছে বোবা ব্যক্তিটি। তার কাছে একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে।

গত বুধবার রাতে উপজেলার আইহাই গ্রামে বোবা ব্যক্তিটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ) উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে সেখান থেকে বোবা ব্যক্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গত ২ দিন থেকে তার দেখাশুনা, খাওয়া-দাওয়া থেকে সব দায়িত্ব সাপাহার থানা পুলিশ পালন করছেন। খাতা কলমে লেখা দেখে বুঝা যাচ্ছে সম্ভাব্য তার বাড়ী রংপুর জেলায়।

যদি কেউ ব্যক্তিটিকে চিনতে পারেন তাহলে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসির সরকারি ০১৭১৩-৩৭৩৮৪৫ এই নাম্বারে যোগাযোগ করুন।