নওগাঁর আত্রাইয়ে দ্বীপচাঁদপুর রফাতুল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে এ উপলক্ষে উপজেলার স্কুল প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: এবাদুর রহমান প্রামানিক এবাদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান শিক্ষক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাদিম, প্রচার সম্পাদক শেখ হাফিজুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান টপি, মিরাট ইউপি চেরারম্যান হাফেজ জিয়াউর রহমান, অধ্যক্ষ মাহাবুবুল হক দুলু, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, সাংবাদিক নাজমুল হোসেন সেন্টু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত মডেলের দৃষ্টি-নন্দন একাডেমিক ভবন নির্মান করছেন। শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মাঝে সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা বাড়াতে হবে।’
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।#