
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৩ এপ্রিল ২০২২ :

নওগাঁর মহাদেবপুরে হাতুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট প্রধান অতিথি এবং সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাস্টার এতে সভাপতিত্ব করেন।
