প্রকাশের সময় :
০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
১৬৪২
Spread the love
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৪ মার্চ ২০২২ :
মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এ নওগাঁর পোরশায় প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া স্টল প্রথম স্থান অধিকার করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপি চলা মেলা শেষে বুধবার (২৪ মার্চ) বিকেলে বিচারকবৃন্দ বিভিন্ন দিক বিবেচনা করে আলোচনা শেষে এ ফলাফল ঘোষনা করেন।
এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম স্থান, কৃষি অফিস দ্বিতীয় স্থান ও প্রকল্প বাস্তবায়ন অফিস তৃতীয় স্থান অধিকার করে। সন্ধ্যায় ইউএনও নাজমুল হামিদ রেজা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এছাড়া স্টল দেয়া সকলকেই শান্তনা পুরস্কার দেয়া হয়।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়জেদ আলী মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।#