প্রকাশের সময় :
০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
৯৪৩
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ মার্চ ২০২২ :
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কমপ্লেক্স চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার প্রমুখ।#