নওগাঁর মহাদেবপুরে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরী স্কুলছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-’২২ অর্থবছরে (দ্বিতীয় কিস্তিতে) সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন ‘‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)’’ শীর্ষক প্রকল্পের আওতায় মহাদেবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকরা অর্থে মাধ্যমিক পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্কুলছাত্রীদের জন্য সাইকেলগুলো সরবরাহ করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে সাইকেলগুলো তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#