নওগাঁ ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ওয়াল্টন ডে পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ২১ মার্চ ২০২২ :

র‌্যালি, কেক কাটা ও গ্রাহকদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে ওয়াল্টন ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২০ মার্চ) বিকেলে উপজেলার মাতাজীহাটে বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারি এবং মহাদেবপুর, বদলগাছী ও পত্নীতলা উপজেলার ডিলার আলহাজ্ব শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওয়াল্টন সেলস্ সেন্টারে রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

শেষে প্রধান অতিথি বিভিন্ন গ্রামের ৮০ জন গ্রাহকের মধ্যে মেহগনি গাছের চারা বিতরণ করেন।

অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, সাংবাদিক আমিনুর রহমান খোকন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ওয়াল্টন ডে পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ২১ মার্চ ২০২২ :

র‌্যালি, কেক কাটা ও গ্রাহকদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে ওয়াল্টন ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২০ মার্চ) বিকেলে উপজেলার মাতাজীহাটে বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারি এবং মহাদেবপুর, বদলগাছী ও পত্নীতলা উপজেলার ডিলার আলহাজ্ব শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওয়াল্টন সেলস্ সেন্টারে রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

শেষে প্রধান অতিথি বিভিন্ন গ্রামের ৮০ জন গ্রাহকের মধ্যে মেহগনি গাছের চারা বিতরণ করেন।

অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, সাংবাদিক আমিনুর রহমান খোকন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#