
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- ৯৯৯

নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
পরে এমপি ফিতে কেটে এ উপলক্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে আয়োজিত ৭ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং মেলার মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর-রশিদ প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি এ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সর্বোচ্চ পঠিত