রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বলেই একটি মহলের গাত্রদাহ দেখা দিয়েছে। ওই মহল কখনও দেশের মঙ্গল চায়না। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাক তারা কখনও চায়না। দেশের মানুষ যখন ভালো আছেন, দু’বেলা পেট ভরে খেতে পাচ্ছেন, যখন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে, বিদ্যুতের জন্য মানুষকে আন্দোলন করতে হয় না, সারের জন্য মানুষকে জীবন দিতে হয় না, এটি তাদের ঈর্ষার কারণ। মানুষ এতো ভালো থাকবে কেন এটিই তাদের গায়ের জ্বালা।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে যখন দেশী বিদেশী চক্রান্ত চলছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মিত হবে। ইনশাআল্লাহ তার দৃঢ়চেতা নেতৃত্বে পদ্মাসেতু আজ নির্মিত হয়েছে।’
রোববার (১৩ মার্চ) দুপুরে মেয়র নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মো: আব্দুল মালেক। সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
সম্মলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য পুণরায় ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আহসান হাবীব ভোদনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পরে প্রধান অতিথি বুলবুল সিনেমা হল এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।#