
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ মার্চ ২০২২ :
র্যালি, অগ্নি নির্বাপন ও আহতদের উদ্ধারের মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, জেলা আওয়মী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক বরুণ মজুমদার, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, সাংবাদিক আমিনুর রহমান খোকন প্রমুখ এতে অংশ নেন।
পরে উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ ছয়ফুল ইসলাম ও লিডার আশরাফুল ইসলামের নেতৃত্বে ১০ জন ফায়ার কর্মী অগ্নি নির্বাপন ও আহতদের উদ্ধারের মহড়া প্রদর্শন করেন। শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউএনও এতে সভাপতিত্ব করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।#
