উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবর্ধনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম সভাপতিত্ব করেন। নতুন যোগ দেওয়া ডাক্তারদের স্বাগত জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মাহবুব হাসান, ডা: আসিবুল ইসলাম, ডা: নাজমুল ইসলাম, ডা: রায়হান কবির, ডা: শওকল হাসান মোল্লা, ডা: জারিন তাসনিম, ডা: ফারহানা তাসমিন, ডা: সিফাত নাহার, ডা: তাসনিম তাবাসসুম তমা প্রমুখ।
সভাপতি নবাগত ডাক্তারদের হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। এছাড়া অনুষ্ঠানে ৩ জন ডাক্তারের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, ডা: আল ইমরান খান, ডা: নাহাবুবুর রহমান ও ডা: সাদিয়া নাসরিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন ডাক্তাররা ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হলে স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে প্রেষণে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। সোমবার সকালে তারা এখানে যোগদান করেন।
উল্লেখ্য, এই হাসপাতালে ডাক্তারের পদ রয়েছে ৩১ জন। কিন্তু কর্মরত ছিলেন মাত্র ১৬ জন। এদের মধ্যে আবার ৪জন অন্যত্র প্রেষণে রয়েছেন এবং বদলী হলেন ৩ জন। নতুন যোগদান করাদেরসহ এখন এই হাসপাতালে ডাক্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জন।#