নওগাঁ ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুর হাসপাতালে একসাথে ৯ ডাক্তারের যোগদান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৯ জন ডাক্তার যোগদান করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

নতুন যোগদান করা ডাক্তাররা হলেন, ডা: আখতারুজ্জামান, ডা: রিফাত হাসান, ডা: রবিউল ইসলাম, ডা: সিরাতুল মোস্তাকিম, ডা: দেওয়ান আব্দুস সবুর, ডা: ইমরুল কায়েশ, ডা: জোনায়েদ শাহরিয়ার, ডা: তানজিলা আজিজ নওরিন ও ডা: সাদিয়া তাসনিম নোভা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবর্ধনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম সভাপতিত্ব করেন। নতুন যোগ দেওয়া ডাক্তারদের স্বাগত জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মাহবুব হাসান, ডা: আসিবুল ইসলাম, ডা: নাজমুল ইসলাম, ডা: রায়হান কবির, ডা: শওকল হাসান মোল্লা, ডা: জারিন তাসনিম, ডা: ফারহানা তাসমিন, ডা: সিফাত নাহার, ডা: তাসনিম তাবাসসুম তমা প্রমুখ।

সভাপতি নবাগত ডাক্তারদের হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। এছাড়া অনুষ্ঠানে ৩ জন ডাক্তারের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, ডা: আল ইমরান খান, ডা: নাহাবুবুর রহমান ও ডা: সাদিয়া নাসরিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন ডাক্তাররা ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হলে স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে প্রেষণে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। সোমবার সকালে তারা এখানে যোগদান করেন।

উল্লেখ্য, এই হাসপাতালে ডাক্তারের পদ রয়েছে ৩১ জন। কিন্তু কর্মরত ছিলেন মাত্র ১৬ জন। এদের মধ্যে আবার ৪জন অন্যত্র প্রেষণে রয়েছেন এবং বদলী হলেন ৩ জন। নতুন যোগদান করাদেরসহ এখন এই হাসপাতালে ডাক্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুর হাসপাতালে একসাথে ৯ ডাক্তারের যোগদান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৯ জন ডাক্তার যোগদান করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

নতুন যোগদান করা ডাক্তাররা হলেন, ডা: আখতারুজ্জামান, ডা: রিফাত হাসান, ডা: রবিউল ইসলাম, ডা: সিরাতুল মোস্তাকিম, ডা: দেওয়ান আব্দুস সবুর, ডা: ইমরুল কায়েশ, ডা: জোনায়েদ শাহরিয়ার, ডা: তানজিলা আজিজ নওরিন ও ডা: সাদিয়া তাসনিম নোভা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবর্ধনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম সভাপতিত্ব করেন। নতুন যোগ দেওয়া ডাক্তারদের স্বাগত জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মাহবুব হাসান, ডা: আসিবুল ইসলাম, ডা: নাজমুল ইসলাম, ডা: রায়হান কবির, ডা: শওকল হাসান মোল্লা, ডা: জারিন তাসনিম, ডা: ফারহানা তাসমিন, ডা: সিফাত নাহার, ডা: তাসনিম তাবাসসুম তমা প্রমুখ।

সভাপতি নবাগত ডাক্তারদের হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। এছাড়া অনুষ্ঠানে ৩ জন ডাক্তারের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, ডা: আল ইমরান খান, ডা: নাহাবুবুর রহমান ও ডা: সাদিয়া নাসরিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন ডাক্তাররা ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হলে স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে প্রেষণে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। সোমবার সকালে তারা এখানে যোগদান করেন।

উল্লেখ্য, এই হাসপাতালে ডাক্তারের পদ রয়েছে ৩১ জন। কিন্তু কর্মরত ছিলেন মাত্র ১৬ জন। এদের মধ্যে আবার ৪জন অন্যত্র প্রেষণে রয়েছেন এবং বদলী হলেন ৩ জন। নতুন যোগদান করাদেরসহ এখন এই হাসপাতালে ডাক্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জন।#