নওগাঁ ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরের জমজ দু’ভাইয়ের সাথে ঈশ্বরদীর জমজ দু’বোনের বিয়ে সম্পন্ন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি ২০২২ :

সেলিম মাহমুদ (৩০) ও সুলতান মাহমুদ (৩০) জমজ দু’ভাই। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামের সিকদার আলী মন্ডলের ছেলে। দুজনের বিয়ে হলো পাবনার ঈশ্বরদী উপজেলার দড়িনারিচা গ্রামের আব্দুল কুদ্দুসের দু’জমজ মেয়ে সাদিয়া খানম (২০) ও নাদিয়া খানমের (২০) সাথে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কনের পিতার বাড়িতে ৩ লাখ টাকা মোহরানায় বিয়ে সম্পন্ন হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জোড়া জমজের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

জমজ দু’ভাইয়ের বোন জামাই (দুলাভাই) কামরুজ্জামান বলেন, “জমজ দুই ভাইয়ের জন্য ওদের এক বান্ধবীর মাধ্যমে জমজ দুই মেয়ের সন্ধান পাওয়া যায়। ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। আবার মেয়েগুলাও শিক্ষিত। কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় সবার সম্মতিক্রমে সীমিত পরিসরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।”

তিনি জানান, সেলিম ও সুলতান জমজ দুই ভাই রাজশাহী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করার পর প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি পান। সেলিম বর্তমানে কুমিল্লায় এই কোম্পানীর জোনাল ম্যানজার হিসেবে এবং সুলতান একই কোম্পানিতে একই পদে দিনাজপুরে কর্মরত রয়েছেন। অন্যদিকে সাদিয়া ও নাদিয়া দুজনই ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরের জমজ দু’ভাইয়ের সাথে ঈশ্বরদীর জমজ দু’বোনের বিয়ে সম্পন্ন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি ২০২২ :

সেলিম মাহমুদ (৩০) ও সুলতান মাহমুদ (৩০) জমজ দু’ভাই। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামের সিকদার আলী মন্ডলের ছেলে। দুজনের বিয়ে হলো পাবনার ঈশ্বরদী উপজেলার দড়িনারিচা গ্রামের আব্দুল কুদ্দুসের দু’জমজ মেয়ে সাদিয়া খানম (২০) ও নাদিয়া খানমের (২০) সাথে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কনের পিতার বাড়িতে ৩ লাখ টাকা মোহরানায় বিয়ে সম্পন্ন হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জোড়া জমজের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

জমজ দু’ভাইয়ের বোন জামাই (দুলাভাই) কামরুজ্জামান বলেন, “জমজ দুই ভাইয়ের জন্য ওদের এক বান্ধবীর মাধ্যমে জমজ দুই মেয়ের সন্ধান পাওয়া যায়। ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। আবার মেয়েগুলাও শিক্ষিত। কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় সবার সম্মতিক্রমে সীমিত পরিসরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।”

তিনি জানান, সেলিম ও সুলতান জমজ দুই ভাই রাজশাহী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করার পর প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি পান। সেলিম বর্তমানে কুমিল্লায় এই কোম্পানীর জোনাল ম্যানজার হিসেবে এবং সুলতান একই কোম্পানিতে একই পদে দিনাজপুরে কর্মরত রয়েছেন। অন্যদিকে সাদিয়া ও নাদিয়া দুজনই ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।#