নওগাঁ ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর মহাদেবপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ লংঘন করে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড়ের মেসার্স ফ্যামিলি বাজারের মালিকের এক হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উদপাদন ও বাসী পচা খাবার রাখার দায়ে বাসস্ট্যান্ডের নিউ স্টার হোটেলের মালিকের তিন হাজার টাকা ও আল ফাত্তাহ হোটেলের মালিকের দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মহাদেবপুর থানার এসআই এমদাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স তার সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর মহাদেবপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ লংঘন করে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড়ের মেসার্স ফ্যামিলি বাজারের মালিকের এক হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উদপাদন ও বাসী পচা খাবার রাখার দায়ে বাসস্ট্যান্ডের নিউ স্টার হোটেলের মালিকের তিন হাজার টাকা ও আল ফাত্তাহ হোটেলের মালিকের দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মহাদেবপুর থানার এসআই এমদাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স তার সঙ্গে ছিলেন।#