নওগাঁ ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে মজুদদারি বিরোধী অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ ফেব্রুয়ারি ২০২২ :

মহাদেবপুর দর্পণসহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মজুদদারি বিরোধী অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহারুল ইসলাম।

দলটি মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারের এসিআই ফুড লিমিটেডের চাউল কলে অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ চিকন চাল ও ধান দুই মাসের বেশি সময় ধরে মজুদ করে রাখার বিষয় নিশ্চিত হন।

আইন অনুযায়ী এক মাসের বেশি কোন চাল মজুদ করে রাখা যায়না। মজুদদারির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৯৫৬ অত্যাবশ্যক পণ্য ২ এর (৩) ধারার অপরাধে এই অটো রাইস মিলের প্রোডাকশন কর্মকর্তা সরস্বতীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু সামস মো: রফিকুল ইসলামের (৩৫) ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন এবং গোডাউনে মজুদ চাল আগামী ১৫ মার্চের মধ্যে ও মজুদ ধান ২০ মার্চের মধ্যে বাজারজাত করার আদেশ দেন।

এছাড়া এই দলটি উপজেলার সদর ইউনিয়নের আখেড়া এলাকায় রাবেয়া অটো চাউল কলেও অভিযান পরিচালনা করে। তবে সেখানে কোন অনিয়ম লক্ষ্য করা যায়নি।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন ও জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার সর্বত্র চিকন চালের সংকট দেখা দেয়। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫টাকা দাম বেড়ে যায়। এজন্য মিল মালিকদের মজুদদারিকে দায়ি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এব্যাপারে মহাদেবপুর দর্পণে ‘মহাদেবপুরে চালের কৃত্রিম সংকট সৃষ্টি : দাম বাড়ার অন্তরালে মজুদদারি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।#

আপলোডকারীর তথ্য

সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে মজুদদারি বিরোধী অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ ফেব্রুয়ারি ২০২২ :

মহাদেবপুর দর্পণসহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মজুদদারি বিরোধী অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহারুল ইসলাম।

দলটি মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারের এসিআই ফুড লিমিটেডের চাউল কলে অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ চিকন চাল ও ধান দুই মাসের বেশি সময় ধরে মজুদ করে রাখার বিষয় নিশ্চিত হন।

আইন অনুযায়ী এক মাসের বেশি কোন চাল মজুদ করে রাখা যায়না। মজুদদারির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৯৫৬ অত্যাবশ্যক পণ্য ২ এর (৩) ধারার অপরাধে এই অটো রাইস মিলের প্রোডাকশন কর্মকর্তা সরস্বতীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু সামস মো: রফিকুল ইসলামের (৩৫) ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন এবং গোডাউনে মজুদ চাল আগামী ১৫ মার্চের মধ্যে ও মজুদ ধান ২০ মার্চের মধ্যে বাজারজাত করার আদেশ দেন।

এছাড়া এই দলটি উপজেলার সদর ইউনিয়নের আখেড়া এলাকায় রাবেয়া অটো চাউল কলেও অভিযান পরিচালনা করে। তবে সেখানে কোন অনিয়ম লক্ষ্য করা যায়নি।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন ও জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার সর্বত্র চিকন চালের সংকট দেখা দেয়। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫টাকা দাম বেড়ে যায়। এজন্য মিল মালিকদের মজুদদারিকে দায়ি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এব্যাপারে মহাদেবপুর দর্পণে ‘মহাদেবপুরে চালের কৃত্রিম সংকট সৃষ্টি : দাম বাড়ার অন্তরালে মজুদদারি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।#